[Must See] Unlimited Temporary Email জেনারেট করুন লাইফটাইমের জন্য Telegram এর মাধ্যমে। সাথে থাকছে কাস্টম নেম এর সুবিধা🔥

হ্যালো ☺
কেমন আছেন সবাই।

◽আজকে এমন একটি Telegram বটের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনারা আনলিমিটেড Temporary Email বানাতে পারবেন এবং সেগুলা বিভিন্ন ভেরিফিকেশনের কাজে ব্যবহার করতে পারবেন ◽এমনকি কাস্টম নাম ও ব্যবহার করতে পারবেন >◽ইমেইলের ডিফল্ট ডোমেইন হিসাবে পাচ্ছেন দুইটা ডোমেইন

1. hi2.in
2. telegmail.com

◽কাস্টম ডোমেইন ব্যবহারের ও সুবিধা আছে। [ চাইলে সেটা নিয়ে আরেকটা পোস্ট করতে পারি]

Telegram Download

Bot Link🤖

তাহলে শুরু করা যাক।
▪প্রথমে Start এ ক্লিক করতে হবে।

▪তার পর /generate কমান্ড দিতে হবে বা screenshot এ দেখানো জায়গায় ট্যাপ করতে হবে।

▪এবার নিচের ছবির মত আপনার র‍্যান্ডমলি জেনারেটেট মেইলের উপর ট্যাপ করে রাখতে হবে এবং তার পর কপি করে নিতে হবে। এখন আপনি এই মেইলটি ব্যবহার করতে পারবেন।


▪এখন দেখি মেইল টা কাজ করে কিনা। আমি আমার একটা মেইল থেকে একটা মেইল পাঠাচ্ছি ওই temp mail এ। মেইল পাঠালে বা কোন ভেরিফিকেশন মেইল আসলে সেটা বট দেখাবে। [নিচের ছবিতে]

▪এভাবে আপনি /generate কমান্ড দিয়ে আরো র‍্যান্ডম নেমের মেইল জেনারেট করতে পারবেন। আর /id কমান্ড দিয়ে সেগুলা দেখতে পারবেন।

🟧 এখন আসি কাস্টম নেইমের temp mail বানানো নিয়ে।
▪/set কমান্ড দিলে নিচের ছবির মত একটা পেজ আসবে।

▪এখন এখানে উল্লেখিত ডোমেন সহ কাস্টম নেইম দিতে হবে। যেমন
yourcustomnanme@hi2.in
or
yourcustomname@telegmail.com

Demo

🚫 কোন মেইল ডিলিট করতে চাইলে /id কমান্ড দিয়ে মেইলের পাশের /delete_xxxxxx কমান্ডে প্রেস করতে হবে।

ভূল ত্রুটি মাফ করবেন
Thank You🙂

Contact Me in Telegram

The post [Must See] Unlimited Temporary Email জেনারেট করুন লাইফটাইমের জন্য Telegram এর মাধ্যমে। সাথে থাকছে কাস্টম নেম এর সুবিধা🔥 appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3qrO2QH
via IFTTT

Post a Comment

0 Comments