আসসালামু আলাইকুম।
আশা করি সবাই আল্লাহর
রহমতে ভালো আছেন।
আমাদের অনেক সময় কোনো ছবির লিংকের দরকার হয়। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার জাভা ফোনে যেকোনো ছবির লিংক তৈরি করবেন।আশা করি পোস্ট টি আপনাদের উপকারে আসবে।
এর জন্যে আপনারা নিচের স্টেপগুলো ফলো করুন।
প্রথমে আপনারা ফোনের ব্রাউজারে যান।(যেকোনো ব্রাউজার।মানে ফোনের অপেরা ব্রাউজার হলেও হবে।এমনকি Opera Mini 4.21/4.20 দিয়ে!)
তারপর অবশ্যই “Moblie View”অন করে নিন।না করলে ছবি আপলোড দিতে পারবেন না।
এরপর আপনারা নিচের লিংকে প্রবেশ করুন।
যেহেতু আপনি সাইন ইন করেননি তাই আবার এরকম পেজ আসবে এবং আবার “upload” এ click করুন।
সেখানে তার পাশে এরকম একটি পেজ দেখতে পাবেন।
এগুলো লিংকই আমাদের কাজে আসবে।এই বিভিন্ন লিংকের বিভিন্ন কাজ রয়েছে।
তবে এক্ষেত্রে সবার নিচের লিংকটি আমাদের বেশি কাজে আসবে।অন্য লিংকও কাজে লাগতে পারে।নিচের লিংকটি পরিক্ষা করে দেখার জন্য লিংকটি কপি করে নিন(opera Mini 4.21 Browser লাগতে পারে)।তারপর সার্চ বারে লিংকটি ওপেন করুন।যেমন:-
আশা করি সবাই বুজতে পেরেছেন।না বুজলে কমেন্ট করেন।
বি:দ্র::-এটি Android Userরাও Use করতে পারবে।
তো আজকে এ পর্যন্তই।
আল্লাহ্ হাফেজ।
The post এবার জাভা ফোন দিয়ে যেকোনো ছবির(picture) লিংক তৈরি করুন।with Screenshot(১০০% কার্যকর) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3EOIEPq
via IFTTT
0 Comments