যেকোনো ভিডিও তে একাধিক TAG অ্যাড করুন এক ক্লিকেই।

হ্যালো ট্রিকবিডির দর্শকেরা কেমন আছেন সকলে?

আজ অনেকদিন পর আপনাদের মাঝে একটা এ্যাপ নিয়ে হাজির হলাম।আশা রাখছি অনেক বেশি ভালো আছেন।আর যারা ভালো নেই তারাও এই পোস্ট দেখে ভালো হয়ে যাবেন ইন শাহ আল্লাহ। আজকের পোস্টটাই এমন।বেশি ফালতু বক বক না করে চলুন শুরু করি কাজের কথা।

টাইটেলে তো নিশ্চ্য়ই আপনারা দেখেছেন আজকের পোস্ট টি কি বিষয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে আপনারা যেকোনো ভিডিও তে এক ক্লিকেই একাধিক TAG অ্যাড করতে পারবেন।আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

[ যাই হোক আমি তাদের জন্য পোস্ট লিখি না যারা আলতু ফালতু মন্তব্য করে।আমার পোস্ট দেখে উপকৃত হয়ে লাইক করে আর সুন্দর কমেন্ট করে তাদের জন্য মূলত পোস্টটি বানানো।আশা করি সকলেই একটি করে ‘Like’ করবেন ইনশাল্লাহ ]

যেভাবে TAG অ্যাড করবেন :

প্রথমে যেই যেই tag অ্যাড করবেন তার একটি লিস্ট তৈরী করে নিন। আমি আগে থেকেই একটি লিস্ট রেডি করে রেখেছি। সব গুলো tag select করে copy করে নিচ্ছি।

তারপর যাবো browser এবং search দিবো Youtube studio (অথবা এখানে ক্লিক করুন)।তারপর এমন আসবে।

তারপর এখানে ক্লিক করুন।

এখন যেই ভিডিওতে tag অ্যাড করবেন সেই ভিডিও তে চাপ দিন।

তারপর scroll করে নিচের দিকে যান।Show More লেখা option এ ক্লিক করুন।

তারপর আবারো নিচে যান দেখুন add tag লেখা option রয়েছে।

এখানে simply copy করা tag গুলো paste করে দিন।

আমাদের কাজ শেষ এখন উপরে গিয়ে সেভ এ চাপ দিলে tag গুলো অ্যাড হয়ে যাবে।

YT Studio app এ গিয়ে দেখুন সব tag অ্যাড হয়ে গেছে।

পোস্টটি ভালো ভাবে না বুঝলে নিচের ভিডিও টি দেখতে পারেন :

আশা করি পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে। এতো কষ্ট করে আপনাদের জন্য পোস্ট লিখি। একটা লাইক আশা রাখছি। পোস্টটি ধৈর্যসহকরে পড়ার জন্য ধন্যবাদ।

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। শীঘ্রই আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হবো ইন শা আল্লাহ, আল্লাহ যদি তাওফিক দান করেন।

প্রযুক্তি এবং আরো নিত্যনতুন বিষয় সম্মদ্ধে আপডেট পেতে ট্রিকবিডির সাথে থাকুন।

…………..আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।…………..

ফেসবুকে আমি:For any problem

অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন:
Telegram Channel

The post যেকোনো ভিডিও তে একাধিক TAG অ্যাড করুন এক ক্লিকেই। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/potudEa
via IFTTT

Post a Comment

0 Comments