ঈদ মোবারক। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিবোর্ড এবং মাউস দিয়ে গেম খেলার আজকে দ্বিতীয় পার্ক নিয়ে এলাম। এখানে আমি আলোচনা করব আপনার কি কি লাগবে খেলতে। তাই এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি ভালো করে পড়বেন। তাহলে চলুন বন্ধুরা আজকের পোস্ট শুরু করি।
যেহেতু আমি এটি পার্ট বাই পার্ট দিব। তাই নিচে একটি কিওয়ার্ড দিচ্ছি। এটা দিয়ে গুগলে সার্চ করলে এই পার্ট গুলো সব পেয়ে যাবেন।
“কিবোর্ড এবং মাউস দিয়ে গেম খেলার নিয়ম/Trickbd/LimoN”
আমরা মাউস এবং কিবোর্ডকে দুটি নিয়মে কানেক্ট করতে পারি।
1. ব্লুটুথ
2. Usb হাব
আজকে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোনটি সবচেয়ে ভালো। এবং কোনটির উপকারিতা কি এবং অপকারিতা কি। প্রথমে আলোচনা করব ইউএসবি হাব নিয়ে।
Usb hub:
আপনি যদি ইউএসবি হাব দিয়ে খেলতে চান তাহলে আপনার যা যা প্রয়োজন হবে,
- 1. OTG
- 2. কিবোর্ড
- 3. মাউস
- 4. Hub
- 5. মাউস প্যাড
আপনি যদি হাব দিয়ে খেলেন তাহলে উপরের এই চারটি জিনিস কিনতে হবে। USB হাব দিয়ে খেললে ব্লুটুথ এর তুলনায় অনেক কিছু কম পাবেন। সেটা কি রকম আমি সবার নিচে বলব। এবার দেখাবো কিভাবে কানেক্ট করবেন।
- অ্যান্ড্রয়েড এর সেটিং থেকে ওটিজি কানেকশন চালু করুন।
- ওটিজিটি ফোনের সঙ্গে কানেক্ট করুন।
- ওটিজির সঙ্গে হাব জুড়ে দিন।
- এবার সেই হাবের সঙ্গে কিবোর্ড এবং মাউস যুক্ত করুন।
- ব্যাস আপনার কাজ শেষ, এখন আপনি চালাতে পারবেন।
এবার আলোচনা করব ব্লুটুথ নিয়ে। নিচে ব্লুটুথ কানেক্ট করার নিয়ম দেখিয়ে দিচ্ছি।
Bluetooth:
ব্লুটুথ একটি ওয়ারলেস সিস্টেম। আপনারা সবাই জানেন যে এটি ব্যবহার করতে কোন তারের প্রয়োজন নেই। এটি আপনার ফোনের সঙ্গে ব্লুটুথ দিয়ে কানেক্ট থাকবে। এবং ব্লুটুথ দিয়ে গেম খেলার জন্য যা যা প্রয়োজন তা নিচে দিলাম।
- 1. কীবোর্ড
- 2. মাউস
- 3. মাউসপ্যাড
আমি যদি ব্লুটুথ দিয়ে কানেক্ট করার বিভিন্ন নিয়ম আছে। অর্থাৎ বলতে চাচ্ছি মাউস এবং কিবোর্ড এর সঙ্গে কানেক্ট করার জন্য সেই মাউস এবং কিবোর্ড এর বিভিন্ন নিয়ম থাকতে পারে। যেমন আমার মাউসের কথা বলি, আমার মাউস একসঙ্গে তিনটা ডিভাইস চালানো যাবে, প্রথম একবার ক্লিক করলে প্রথমটা এবং দ্বিতীয়বার ক্লিক করলে দ্বিতীয় টা, এভাবে তিনটা চালানো যাবে। এবং দ্বিতীয় ঘরে নিয়ে গিয়ে যদি আমি লং প্রেস করি তাহলে তাহলে ওখানে অন্য ডিভাইস কানেক্ট করতে পারব। তাই আপনি যেখান থেকে কিনবেন সেখানে দেখিয়ে নিবেন যে কিভাবে কাজ করবে।
Hub VS Bluetooth
যদি আমি বলি হাব ভার্সেস ব্লুটুথ তাহলে নিঃসন্দেহে ব্লুটুথ জিতবে। কারণ আপনি এখানে অনেক ফিউচার পাবেন, আর তার মেইন ফিউচারটি হল আপনি চার্জে লাগাই দিও খেলতে পারবেন। আর যদি হব ত দিয়ে খেলেন তাহলে, চার্জে লাগাই দিয়ে খেলতে তো পারবেনই না, বরঞ্চ আপনার ফোনে চার্জ দিয়ে কীবোর্ড মাউস ওটাজি হাব সব চলবে। তাই আমি সাজেস্ট করব ব্লুটুথ বেস্ট। ব্লুটুথ কিবোর্ড এবং মাউসের একটু দাম বেশি পড়বে, যাইহোক যেখানে আপনার সুবিধা বেশি হয় সেটি আপনি কিনবেন। আমি ব্লুটুথ কীবোর্ড এবং মাউস কিনেছি, আমার মোট খরচ পড়েছে ১৬৫০ টাকা। আপনি যে দামের মধ্যে নিবেন সেটি পাবেন।
তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই । পরবর্তী “panda mouse pro” ডাউনলোড এবং এক্টিভেশন নিয়ে হবে। আর সবাই রেডি থাকিয়েন কারণ সেখানে কমান্ড রান করা লাগবে।
The post অ্যান্ড্রয়েডে কীবোর্ড ও মাউস দিয়ে গেম খেলার নিয়ম।[ পার্ট 2 ] : “সরঞ্জাম” appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/hbNc5is
via IFTTT
0 Comments