যেকোন ওয়াইফাইকে block করুন কয়েক সেকেন্ডে jammer এর সাহায্যে চলুন দেখে আশা যাক ফুল সেটআপ ।

Howdy,

আজকে শিখাবো কিভাবে node mcu esp8266 সেটআপ করতে হয় ।

Nodemcu esp8266 কি ?

NodeMcu esp8266 হল একটি ওয়াইফাই নির্ভর ওপেনসোর্স ডেভেলপমেন্ট বোর্ড। এটি মূলত IOT(Internet of Things) প্রজেক্টের জন্য ব্যবহার করা হয়।। সহজ উদাহরণ দিয়ে বলতে গেলে, এই বোর্ডটি ব্যবহার করে আপনি আপনার বাসার ফ্যান, লাইট পৃথিবীর যেকোন প্রান্ত থেকেই কন্ট্রোল করতে পারবেন। দারুণ না? তো  এবার  দেখা যাক NodeMcu esp8266 দেখতে কেমন

এই esp8266 দিয়ে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি কিন্ত আজকে আমরা jammer বানাবো ।

 

এখন আমার নিজের কিছু কথা বলি , আমরা সবাই জানি wifi hack হয় । এখন wifi হ্যাক করার অনেক উপায় আছে , তার ভিতরে esp8266 একটা উপায় । এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে esp8266 দিয়ে আবার কিভাবে হ্যাক হয় । esp8266  দিয়ে হ্যাক করতে হলে আপনাকে ২টা devices প্রয়োজন হবে । বেশি কথা না বলে কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখে আশা যাক ।

আজকে যে module সেট আপ করবো সেটা হচ্ছে wifi jammer .

esp8266 দিয়ে যেকোন ওয়াইফাইকে ব্লক করে দিতে পারবেন ।

jammer করার জন্য আমাদের কিছু apps লাগবে সেগুলো নিচে দেওয়া হলো ।

 

flash download tools 

esp8266 bin file 

esptool-gui-win32 windows

esptool 64bit 

এখানে ৩টা টুলস দেওয়া হলো যার ডিভাইস যেটা কাজ করে । process একই । আর বিন ফাইলে টি সবার জন্য এক ।

এই রকম দেখতে পারবেন esptool-gui-win  software এ ।

firmware দিয়ে বিন ফাইলটা সিলেক্ট করে দিব এবং esp8266 পিসির সাথে connected করে নিবো এবং upload ক্লিক করবো ।

একই ভাবে অন্য software গুলো দিয়ে করে নিবেন । যদি ঠিক মতো হয় তাহলে esp8266 লাইট চালু হবে ।

এখন আমরা ওয়াইফাই চলে যাবো

দেখতে পাচ্ছেন pwned নামে একটা ওয়াইফাই আচ্ছে সেটা হচ্ছে আমাদের esp8266 এর signal এখন আমরা সেটা connected করবো । তার pass :deauther

এখন আমরা যে কোন browser এ যাবো ।

তারপর উপরের আইপিতে চলে যাবো । 192.168.4.1 এইটা jammer এর আইপি ।

এখন আমরা i have read and understood the notice above ক্লিক করবো ।

দেখতে পাচ্ছেন ৪ টা নেটওয়ার্ক show করছে এখন চাইলে যেটায় খুশি attack করতে পারবো ।

নিচে দেখেন কোন নেটওয়ার্ক কত জন connected আসে সেটা দেখতে পারবেন ।

আমি ২ নাম্বার টা attack করবো তাই add বা সিলেক্ট ক্লিক করে attack ক্লিক করবো ।

যেহেতু আমরা ওয়াইফাই কে jam করবো তাই deauth start করে দিবো এবং সাথে সাথে সব device disconnected হয়ে যাবে ।

সতর্ক বার্তা

যদি কেউ খারাপ কাজে ব্যবহার করে থাকেন তাতে করে আমি এবং trickbd দায়ী থাকবো না । এই গুলো শুধু শিখানোর জন্য দেওয়া ।

তো আজ এই পযন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ,

জানি আজকের পোস্ট গুছিয়ে লিখতে পারিনি তার পিছনে অনেক কারণ আছে ।

যারা device টি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ।

ফুল সেটআপ সহ পাবেন।

Facebook

Youtube

The post যেকোন ওয়াইফাইকে block করুন কয়েক সেকেন্ডে jammer এর সাহায্যে চলুন দেখে আশা যাক ফুল সেটআপ । appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/eOCp31J
via IFTTT

Post a Comment

0 Comments