কোনো প্রকার Adblocker Apps/Browser ছাড়াই মোবাইলের সকল Ads Block করুন এক ক্লিকে!

Hello World!

কি অবস্থা সবার? অনেক দিন পর TrickBD তে Article লিখছি।
এই Article টিতে আপনারা জানতে পারবেন কিভাবে কোনো প্রকার আলাদা Adblocker Apps ব্যবহার না করেই Lifetime মোবাইলের Ads বন্ধ করতে পারবেন তো মাত্র একটি ক্লিকে।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
কিন্তু শুরু করার আগে বলে রাখি কেউ যদি এই ট্রিকটি সম্পর্কে জেনে থাকেন তাহলে ভালো আর যারা জানেন না তারা আশা করছি উপকৃত হবেন।

👉 তো প্রথমেই আপনার ফোনের Settings App টি Open করুন।

👉 এরপর সেখানে গিয়ে Search করুন “private dns”। এটি সাধারনত ” Network & Internet Option এর ভিতরেই থাকে।

মোবাইল ভেদে ভিন্ন করমের হতে পারে কিন্তু নাম এটিই।

👉 এরপর সেই “Private dns” এ গিয়ে লিখুন এই লেখাটি – “dns.adguard.com”

👉 এরপর Save করে দিন।

এরপর Chrome এ (যেসব Browser এ Adblocker নেই) কিংবা এমন কোনো অনলাইন গেমে ঢুকে দেখুন আর Ads আসবে না।

এবার একটু জেনে নেয়া যাক এর সুবিধা আর অসুবিধা গুলো :

🥳 সুবিধা :

১) এর মাধ্যমে আপনি শুধু ব্রাউজারই না, যেকোনো গেমের বা এপ্লিকেশনের সমস্ত এডস বন্ধ করে দিতে পারবেন।

২) অন্যান্য Apps ব্যবহার করলে সেগুলোর premium subscription ইত্যাদি কিনতে হয় lifetime ব্যবহারের জন্যে। এখানে সেই ঝামেলাটা নেই।

৩) private dns এর জন্যে এখানে আপনার ফোন নিরাপদ থাকবে সেটা আপনি নিশ্চিন্তে থাকুন।

৪) আলাদা কোনো extension ব্যবহার করার প্রয়োজন নেই। (chrome type এর ব্রাউজারে)

৫) অনেকে বলতে পারেন এর চেয়ে ভালো brave browser / youtube vanced/ premium ব্যবহার করা। হ্যাঁ, মানলাম কিন্তু ঐগুলো শুধুমাত্র ঐ সকল এপ্লিকেশনেই সীমাবদ্ধ।

এর মাধ্যমে মোবাইলের সমস্ত এপ্লিকেশনে এর প্রভাব পড়বে।

☹ অসুবিধা :

১) এর মাধ্যমে YouTube এর Ads, Facebook Ads এগুলো বন্ধ হবে না।

২) মাঝে মাঝে কিছু এপে এটা কাজ না-ও করতে পারে। যেমনটা বললাম ১ নং অপশনে।

আর কিছু বলার মতো নেই। এতটুকুই।

অনেক দিন পর পোস্ট করলাম। একটু ছোট পোস্ট দিয়েই শুরু করলাম। কারো কোনো সাজেশন থাকলে দিতে পারেন।

আরো কিছু কথা বলার ছিল। আমার আগের পোস্ট কপি করে ট্রিকবিডিতে দেওয়া হয়েছে দেখলাম। এই ধরনের কাজ থেকে বিরত থাকুন।

নিজে কিছু করতে না পারলে আরেকজনেরটা চুরি করবেন না। এগুলো ভালো কাজ না। ক্রেডিটও দেওয়া হয়নি আমাকে। হুবহু পোস্ট চুরি করে লিখে পোস্ট করে দিয়েছে।

যাই হোক, এর একশন ট্রিকবিডি টিম নিবে আমি না। কিন্তু কপিরাইটের বিষয়টা সবারই মাথায় রাখা দরকার। হ্যাঁ, পোস্টকে মডিফাই করে নতুন ভাবে লিখতে পারেন নিজের থেকে কিছু এড করে।

তাই বলে হুবহু কপি পেস্ট করে দিলে তো নিজের থেকে কিছুই অবদান করা হলো না। তাই না?

এখনের মতো বিদায় নিচ্ছি।
দেখা হবে পরের কোনো আর্টিকেলে।
ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
THIS IS 4HS4N
LOGGING OUT….

The post কোনো প্রকার Adblocker Apps/Browser ছাড়াই মোবাইলের সকল Ads Block করুন এক ক্লিকে! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/XWUyT1M
via IFTTT

Post a Comment

0 Comments