আর মিস হবে না কোনো ট্রেন, বাংলাদেশের সকল আন্তঃনগর ট্রেন লাইভ ট্র্যাক করুন বিনামূল্যে।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটা নতুন পোস্ট নিয়ে।

আমরা সবাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গা ট্রেনে চলাচল করি।
কিন্তু অনেক সময় ট্রেনের সঠিক সময় এবং সঠিক তথ্য না জানার কারণে , আমাদের অনাকাঙ্ক্ষী তো অপেক্ষা করতে হয়। অথবা অনেক সময় দেরি হয়ে গেলে ট্রেনটি মিস হয়ে যায়।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটা অ্যাপ, যার মাধ্যমে আপনি একটা ট্রেনকে ট্রাক করতে পারবেন, সাথে তার লাইভ লোকেশন এবং সব ধরনের তথ্য জানতে পারবেন।

,

তো প্রথমেই প্লে স্টোর থেকে BR Explorer অ্যাপটি ইন্সটল করে নেই।

App download Link

অ্যাপটি ইন্সটল হয়ে গেলে ওপেন করব।

ওপেন হয়ে গেলে নিচের মতো একটা লগইন পেজ পাব।


সাইন আপ লেখায় ক্লিক করে নতুন একটা একাউন্ট করে নিবো।
এখানে নাম পাসওয়ার্ড ফোন নাম্বার ইত্যাদির পাশাপাশি আপনার NID এর আইডি এর একটা কপি লাগবে, একটা ছবি তুলে আপ দিয়ে দিবেন।

সবকিছু হয়ে গেলে ঠিক মার্ক দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবেন।

এবারে লগইন করবেন।

লগইন হয়ে গেলে নিচের মতো একটা পেজ পাবেন।
এখান থেকে সার্চ ট্রেন এ ক্লিক করবেন।

এখান থেকে দুইভাবে আপনি ট্রেনকে খুঁজে বের করতে পারেন। আপনি কোথা থেকে কোথা যেতে চান সেটা লিখে দিতে পারেন, অথবা সরাসরি ট্রেন এর নাম লিখে সার্চ দিতে পারেন।

ট্রেন টি পেয়ে গেলে সিলেক্ট করে ওপেন করুন।
এমন একটি পেজ পাবেন ।

এখানে ট্রেনের সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে।

এবারে লোকেট ট্রেনে ক্লিক করলে, ট্রেনের লাইভ লোকেশন দেখতে পারবেন।

এছাড়াও এই অ্যাপে সব ধরনের ট্রেনের সব ধরনের তথ্য পাবেন। সবমিলিয়ে আপনি অনেক বেশি কাজের।

আজকের পোস্ট এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে।

The post আর মিস হবে না কোনো ট্রেন, বাংলাদেশের সকল আন্তঃনগর ট্রেন লাইভ ট্র্যাক করুন বিনামূল্যে। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/B6Iqwpk
via IFTTT

Post a Comment

0 Comments