Telegram এর একটি গুরুত্বপূর্ণ সেটিংস না জানলে একটি নির্দিষ্ট সময় পর আপনার টেলিগ্রাম অটো ডিলিট হবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন,  আজকের পোস্টের বিষয় হলো:

Telegram এর একটি গুরুত্বপূর্ণ সেটিংস যা  না জানলে একটি নির্দিষ্ট সময় পর আপনার শখের টেলিগ্রাম একাউন্ট টি অটোমেটিক ডিলিট হয়ে যাবে।

 

অনেকেই এই সেটিংসটি জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন তারা চাইলে এই পোস্ট টি কে ইগনোর করতে পারেন আর যারা জানেন না তারা আমার পোস্টটি ফলো করুন।

প্রথমে আপনাদের একটা বিষয় জানানো উচিত :

সেটা হলো আমরা সবাই কমবেশি সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ইন্সটাগ্রাম এগুলো ব্যবহার করি কিন্তু আমরা যদি দুই তিন বছর পরও আমাদের আইডিটি লগইন করি তাহলে কিন্তু আমরা সেটি ফিরে পাই।

কিন্তু টেলিগ্রাম এমন একটি সোশ্যাল প্লাটফর্ম যেখানে আপনি নির্দিষ্ট সময় একটিভ না থাকলে আপনার অ্যাকাউন্টটি যেকোনো সময় ডিলিট করে দিতে পারে এবং টেলিগ্রাম কর্তৃপক্ষ সেটা আপনাকে অটোমেটিক ভাবে ডিলিট করে দেবে, কোন প্রকার এনাউন্সমেন্ট না জানিয়েই।

তো আসুন এখন দেখিয়ে দিতে কিভাবে সেটি সমাধান করে ডাকবেন।

১.  প্রথমে আপনার টেলিগ্রাম একটি ওপেন করে আপনার প্রোফাইল অপশন এ ক্লিক করুন 

  1.  প্রোফাইল অপশন এ ক্লিক করার পর উপরের মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখানে সেটিংসে ক্লিক করুন।

 

তারপর আপনার সামনে এরকম একটি পেজ সো করবে এর পর এখান থেকে প্রাইভেসি এন্ড পলিসি নামে যে অপশনটা দেখিয়ে দিয়েছি এটার উপর ক্লিক করে দিবেন।

 

 

 

এরপর নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এই অপশনটি

এখানে অনেকের ছয় মাস অনেকের এক মাস অনেকেরে আবার অন্যান্য মাস দেওয়া থাকতে পারে।

 

দেখুন আমার এখানে এক মাস দেওয়া আছে তার মানে আমি যদি একমাস টেলিগ্রামে এক্টিভ না থাকি তাহলে আমার একাউন্টি অটোমেটিক ভাবে ডিলিট করা হবে।

আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন।

 

 

এরপর এখানে লাস্টে দেখতে পারবেন ওয়ান ইয়ার বলে একটা অপশন এটার উপর ক্লিক করে দেবেন তাহলে আপনি যদি চার & পাঁচ বা সাত  & আট মাস ও টেলিগ্রামে আসতে না পারেন, তাহলেও আপনার টেলিগ্রাম একাউন্টে এক্টিভ থাকবে।

হ্যাকিং বাগ বাউন্টি টিপস ট্রিকস পেতে জয়েন করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে : জয়েন করতে ক্লিক করুন।

পুরো আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

The post Telegram এর একটি গুরুত্বপূর্ণ সেটিংস না জানলে একটি নির্দিষ্ট সময় পর আপনার টেলিগ্রাম অটো ডিলিট হবে appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/v79hGeQ
via IFTTT

Post a Comment

0 Comments